Home / উপজেলা সংবাদ / কচুয়া / বিডি ক্লিন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত সমন্বয়ক হলেন কচুয়ার আদনান সামি
বিডি

বিডি ক্লিন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত সমন্বয়ক হলেন কচুয়ার আদনান সামি

বিডি ক্লিন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া নির্বাচিত হয়েছেন কচুয়ার কৃতি সন্তান আদনান সামি। আদনান সামি উপজেলার তুলপাই গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের একমাত্র ছেলে। শুক্রবার বিডি ক্লিন চট্টগ্রাম বিভাগীয় পেজ থেকে এ তথ্য জানা যায়।

উপজেলার তুলপাই গ্রামের কৃতি সন্তান আদনান সামি বর্তমানে ঢাকার ইউনাইটেড ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ঈঝঊ) এর উপর বেচেলর অব সাইন্স (ইঝপ) করছেন। তিনি ২০১৯ সালে বিডি ক্লিন এর সদস্য হিসেবে যোগদান করেন। পরে ২০২১ সালের ২২ মার্চ বিডি ক্লিন কচুয়া উপজেলার সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া এবং ২০২৩ সালের ১৩ মে বিডি ক্লিন চাঁদপুর জেলার উপ-সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া’র দায়িত্ব সুনাম ও সাফল্যের সাথে পালন করায় বিডি ক্লিন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া হিসেবে নির্বাচিত হন তিনি। এদিকে আদনান সামি বিডি ক্লিন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার সচেতন মহল।

নিজস্ব প্রতিনিধি, ৩০ সেপ্টেম্বর ২০২৪