Home / চাঁদপুর / প্রধানশিক্ষক মো.মোস্তফা কামাল চাঁদপুর জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত
mostafa kamal

প্রধানশিক্ষক মো.মোস্তফা কামাল চাঁদপুর জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত

চাঁদপুর জেলা সদরের উত্তর বালিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.মোস্তফা কামাল জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হন। প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে প্রাথমিক শিক্ষা বিভাগের নির্ধারিত নীতিমালা অনুসরণে তিনি জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হন ।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে ২৬ সেপ্টেম্বর এ তথ্য জানা গেছে ।

প্রধানশিক্ষিক মোস্তফা কামাল ২৮ ফেব্রুয়ারি ১৯৮০ সালে চাঁদপুর সদরের ফরাক্কাবাদের দুর্গাদি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন্। তাঁর পিতার নাম মো.আবুল খায়ের গাজী এবং মাতার নাম আয়শা খাতুন। ছোট বেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ও সৃজনশীল প্রতিভার ছাত্র ছিলেন। তিনি ১৯৯৪ সালে এস এস সি,১৯৯৭ সালে এইচএসসি,১৯৯৯ সালে বিএসএস,২০০৫ সালে এম এ পাশ করেন।

সিইন এড ২০০৬,জাতীয় বিশ্ব বিদ্যালয় হতে ২০১৪ সালে বিএড,২০১৯ সালে এম এড ও ২০১০ সালে এল এল বি ডিগ্রি নেন । কলেজ জীবনেই ১৯৯৪ সাল থেকেই রোভার স্কাউট এর মাধ্যম স্কাউটিং শুরু করেন।

এছাড়া কলেজ জীবনে বিএনসিসি এর ক্যাডেট সার্জেন্ট ও যুব রেডক্রিসেন্ট এর প্রশিক্ষণ বিভাগের উপ-প্রধান এর দায়িত্ব পালন করেছেন ।

২০০৩ সালে মহান শিক্ষকতা পেশায় সহকারী শিক্ষক হিসেবে চান্দ্রাবাজার সপ্রাবিতে যোগদান করেন। ২০০৮-২০১৩ বহরিয়া সপ্রাবিতে সহকারী শিক্ষক দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তুমুল প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরাসরি প্রধানশিক্ষক পদে পশ্চিম জাফরাবাদ সপ্রাবিতে যোগদান করে।

২০০৫ সালে ইউনিট লিডার বেসিক কোর্স,২০১৯ সালে এডভান্স কোর্স ও স্কিল কোর্স, ২০২২ সালে উডব্যাজ, ২০২০ সালে মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড অর্জন,২০২২ সালে লং সার্ভিস ডেকোরেশন অ্যাওয়ার্ড অর্জন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হন। ২০০৮-২০১৩ বহরিয়া সপ্রাবিতে সহকারী শিক্ষক ছিলেন । পরীক্ষার মাধ্যমে ২০১৩ সালে সরাসরি প্রধানশিক্ষক পদে পশ্চিম জাফরাবাদ সপ্রাবিতে যোগদান করেন।

২০২২ সালে উপজেলা স্কাউট এর যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। চাঁদপুর ওপেন স্কাউট গ্রুপ এর সম্পাদক এর দায়িত্বে আছেন। চাঁদপুর সেন্ট্রাল রোটারেক্ট ক্লাবের ২০০৪-২০০৫ এ সেক্রেটারি ও ২০০৭-২০০৮ এ সভাপতির দায়িত্ব পালন করেন । ইউনিট লিডার হিসেবে পশ্চিম জাফরাবাদ ও উত্তর বালিয়া দক্ষিণ সপ্রাবি দায়িত্ব পালন করেন।

২০১৯ সাল থেকে উত্তর বালিয়া দক্ষিণ সপ্রাবিতে প্রধানশিক্ষক এর দায়িত্ব পালন করছেন ।

আবদুল গনি
২৯ সেপ্টেম্বর ২০২৪
এজি