Home / উপজেলা সংবাদ / কচুয়া মাঝিগাছায় এহছানুল হক মিলনের আগমনে প্রস্তুতিমূলক সভা
মাঝিগাছায়

কচুয়া মাঝিগাছায় এহছানুল হক মিলনের আগমনে প্রস্তুতিমূলক সভা

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী বিতারা ইউনিয়নের মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়ার বিতারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাঝিগাছা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা করা হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বিতারা ইউনিয়ন পশ্চিম ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আলী আকবর তুহিনের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলার বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস মো. ইউসুফ মিয়াজী ।

প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, বিগত আওয়ামী সরকারের আমলেও কচুয়ার রাজনীতি তিনভাগে বিভক্ত ছিল। এখন রাজনীতির বিভক্তি দেখিয়ে যারা আওয়ামী লীগের সাথে লেয়াজু করে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না। বিগত সময়ে আমরা বিএনপি করার অপরাধে প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের হাতে অনেক হামলা-মামলা নিযাতনের শিকার হয়েছি। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক ইউসুফ খান, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারী,বিএনপি নেতা শাহীন প্রধান,কামরুল মাষ্টার,কচুয়া প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক রবিউল মিয়াজী,ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বেরায়েত মাষ্টার,প্রবাসী ফোরামের অন্যতম নেতা শামীম মিয়াজী,রবিউল ইসলাম রবি,ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর সরকার,সজীব মিয়াজী, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা,সাবেক সভাপতি হিমু ঢালীসহ ৭নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ সেপ্টেম্বর ২০২৪