চাঁদপুরের কচুয়া উপজেলায় বিশ্ব ব্যাংক আয়োজনে, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহযোগিতায় রবি ও সোমবার পাথৈর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ইউনিয়ন পরিষদের সদস্যদের জন্য মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্য বিধি প্রকল্প ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব ব্যাংকের আয়োজনে পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আক্কাস মোল্লার সভাপতিত্বে , ইউপি সচিব সাগর চন্দ্র দাসের পরিচালনয় ও উপজেলা ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিষ্ট আইরিন সুলতানা এর উপস্থিতিতে, ২দিন প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা ফ্যাসিলিটেটর ট্রেইনার মো. ইসমাইল হোসেন।
এসময় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ইউপি সদস্য মো. শাহাজালাল মোল্লা, মো. বাবুল মিয়াজী, মো. হারেছ বেপারী, মো. ফয়সাল মিয়াজী, মো. সুমন তালুকদার, মো. চাঁন মিয়া, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. কাউসার আহমেদ সুমন, মোর্শেদা বেগম, আসমা আক্তার, আমেনা বেগম প্রমুখ।
প্রশিক্ষণে কিভাবে গ্রামীণ পানি সরবরাহ ও স্যানিটেশন স্বাস্থ্য বিধি মেনে ব্যবহার করবেন সে বিষয়ে ইউপি সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে চেয়ারম্যান মো. আলী আক্কাস মোল্লাকে প্রতিটি ওয়ার্ডের হতদরিদ্রের জন্য ২৩০টি স্যানিটেশনের তালিকা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। বিশ্ব ব্যাংক থেকে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় হতদরিদ্রদের মাঝে সহায়তা করা হবে বলে জানান। তবে মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন সহযোগিতায় সকল ইউপি সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ সেপ্টেম্বর ২০২৪