চাঁদপুরের শাহরাস্তিতে ২৩ বোতল ভারতীয় মদসহ ১জনকে আটক করেছে থানা পুলিশ। ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া এলাকায় তিন রাস্তার মোড় থেকে ২৩ বোতল ভারতীয় মদসহ মৃদুল কান্তি ঘোষ নামে একজনকে আটক করেছে শাহরাসি মডেল থানা পুলিশ।
আটকের বিষয় নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন।
পুলিশ জানায় ঐ সময় তার হেফাজত হতে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার, কোতোয়ালী থানার, জাকুনী পাড়া (ঘোষ বাড়ির) মৃত অধীর চন্দ্র ঘোষের ছেলে মৃদুল কান্তি ঘোষ (৫৫), এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
পরদিন আটককৃত ব্যক্তিকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ২৩ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur