বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরলেও তিনি তেমন সুস্থ নন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ২১ সেপ্টেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া খুব সুস্থ না। শুক্রবার উনার টেম্পারেচার (জ্বর) ছিল।’ উন্নত চিকিৎসায় কবে বিদেশে নেয়া হবে এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন,‘উনাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইং-এটা মনে করছেন না। সেজন্য বিদেশে যেতে উনার বিলম্বটা হচ্ছে।’
এভারকেয়ার হাসপাতালে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। তার জন্য গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালের ছাড়পত্র দিলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, ১২ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার, সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
চাঁদপুর টাইমস রিপোর্ট
শনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur