Home / জবস / নৌবাহিনীতে চাকরির সুযোগ
নৌবাহিনীতে চাকরির সুযোগ

নৌবাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ নৌবাহিনীর নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ)-২০১৬ ব্যাচে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে পারেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
ব্যাচের নাম: নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ)-২০১৬

শাখা: ডিই/ইউসি, পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: পদার্থ বিজ্ঞান ও সাধারণ গণিতসহ এসএসসি/সমমান

শাখা: মেডিকেল, পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতা: রসায়ন, পদার্থ ও জীববিজ্ঞানসহ এসএসসি/সমমান

শাখা: পেট্রোলম্যান, মিউজ, কুক ও এমওডিসি (নৌ), পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান

শাখা: রাইটার, স্টোর ও স্টুয়ার্ড, পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান

শাখা: টোপাস, পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: ৫ম শ্রেণি

শারীরিক যোগ্যতা

1
শর্তাবলী: শিক্ষাগত যোগ্যতার সবক্ষেত্রে ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। বাংলাদেশের নাগরিক হতে হবে। সাঁতার জানা আবশ্যক এবং অবিবাহিত হতে হবে।

বয়স: ০১ জানুয়ারি ২০১৬ তারিখে নাবিক ও মহিলা নাবিকের ক্ষেত্রে ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসির (নৌ) ক্ষেত্রে ১৭ থেকে ২২ বছর।

আবেদনপত্র সংগ্রহ: বাংলাদেশের যেকোনো ব্যাংক/ট্রাস্ট ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে ‘বিএন রিক্রুটমেন্ট ফান্ড’, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল ব্রাঞ্চ, ঢাকার অনুকূলে ১শ’ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংগ্রহ করে নির্ধারিত স্থানে জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

2

বিস্তারিত: নৌবাহিনীর ওয়েবসাইট www.joinnavy.mil.bd থেকে বিস্তারিত জানতে পারবেন।

সূত্র: কালের কণ্ঠ, ২১ অক্টোবর ২০১৫

চাঁদপুর টাইমস জবস ডেস্ক || আপডেট: ০৭:১০ পিএম,২১ অক্টোবর ২০১৫,বুধবার

 

এমআরআর