সরকারি পাঁচটি মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়া চিকিৎসকরা হলেন- মানিকগঞ্জ মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক মো.মোতাহার হোসেনকে মানিকগঞ্জ মেডিক্যালের অধ্যক্ষ পদে,শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যাপক সাকি মো.জাকিউল আলমকে সোহরাওয়ার্দী মেডিক্যালের অধ্যক্ষ পদে,নেত্রকোনা মেডিক্যাল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক রুহুল কুদ্দুসকে পাবনা মেডিক্যালের অধ্যক্ষ পদে,হবিগঞ্জ মেডিক্যাল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক মোস্তাক আহম্মদ ভূঁইয়াকে সুনামগঞ্জ মেডিক্যালের অধ্যক্ষ পদে ও নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপক মো.উজিরে আজম খানকে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যালের অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়,বদলি বা পদায়ন করা কর্মকর্তারা ১৭ সেপ্টেম্বরের মধ্যে বদলি বা পদায়ন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৮ সেপ্টেম্বরে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
চাঁদপুর টাইমস রিপোর্ট
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur