Home / শিক্ষাঙ্গন / ২০২১ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার বিলম্ব ফি ছাড়াই
National_University-

২০২১ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার বিলম্ব ফি ছাড়াই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে।

আবেদন ফরম পূরণ ও নিশ্চয়নের সর্বশেষ তারিখ ৯ সেপ্টেম্বর থেকে পরিবর্তন করে ১৭ সেপ্টেম্বর করা হয়েছে। সোনালী সেবার মাধ্যমে (কলেজ কর্তৃক) ফরম পূরণের টাকা/ফি জমা দেয়ার তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিলম্ব ফি স্থগিত রেখে শেষবারের মতো ফরম পূরণের সময় বৃদ্ধি করা হলো। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।

সোমবার ৯ সেপ্টেম্বর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো.মোস্তাফিজুর রহমান।

চাঁদপুর টাইমস রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৪
এজি