কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বক্তব্যে বলেছেন, আবারও চক্রান্তকারীরা শহীদের অগ্রযাত্রকে ব্যহত করার জন্য এখন বিভিন্ন স্থানে মাজার ভাংঙ্গার ষড়যন্ত্র চালাছে। জনগন যেন তাদের ষড়জন্ত পতিহত করার আহবান। গত ৫ ই আগস্ট শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। স্বাধীনতায় আহতদের সুস্থতা কামনা করেন এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের সিটি সেন্টারের মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা সেক্রেটারী এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও জননেতা এডভোকেট শাহজাহান মিয়ার উপস্থাপনায় উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য জেলার আমীর মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী।
বক্তব্য তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনা অনুযায়ী আগামী দিনের চাঁদপুরের কার্যক্রম পরিচালনা করার জন্য সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ,। কেন্দ্রীয় মজলিসের সুরের সদস্য ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসের সুরের সদস্য মুহাম্মদ কামাল হোসাইন, কেন্দ্রীয় মজলিসের সুরের সদস্য ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোবারক হোসাইন, জেলা নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন দারুস সালাম মসজিদের খতিব সোহাইল আহমেদ চিশতী। উদ্বোধনী বক্তব্য শেষে একটি ইসলামী সংগীত পরিবেশন করা হয়, পরিবেশন করেন চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন মোহনা শিল্পী গোষ্ঠী, সুনিপুণ সাহিত্য সংসদ এবং হিলশা শিল্পী গোষ্ঠী। প্রধান অতিথি দেরকে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর শহর শিবির এবং জেলা শিবিরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরো বলেন, তিন বাহিনীর প্রধান কে ধন্যবাদ জানিয়ে, স্বৈরাচার সরকারকে বিচার আওতায় নিয়ে আসার আহ্বান জানান। এখন আমার বিভিন্ন স্থানে মাজার ভাঙ্গা হচ্ছে। কোন ধরনের চক্রান্ত যেন করতে না পারে সেদিকে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। পরিশেষে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।
স্টাফ করেসপন্ডেট, ৯ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur