শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুক আহমেদ চৌধুরী ও সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজের রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের উদ্যোগে ৮ সেপ্টেম্বর বাদ আসর প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ ছফি উল্লাহ দোয়া মাহফিল পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, সাংবাদিক হাসানুজ্জামান, জসিম উদ্দিন, হাসান আহমেদ বাবলু, ফয়সাল আহমেদ, আবু মুসা আল সিহাব, প্রমূখ।
বিশেষ দোয়া মাহফিলে সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরী ও আমরুজ্জামান সবুজের রোগ মুক্তি কামনা, সকল সাংবাদিক ও বন্যা পরিস্থিতির উন্নতিসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মহান আল্লাহ দরবারে দোয়া করা হয়।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ৮ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur