আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়া কমলা হ্যারিসকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ, কমলার হাসি খুব সুন্দর ও সংক্রামক। খবর রয়টার্সের
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন পুতিন। সেখানে কথা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘জো বাইডেনের সিদ্ধান্তকে আমি সমর্থন করি। তার উত্তরসূরি হিসেবে আমার সমর্থন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের দিকে থাকবে। তার হাসি খুব সুন্দর। এই হাসি সবার মধ্যে ছড়িয়ে পড়ে। কমলার হাসিই বুঝিয়ে দেয় যে তার জন্য সবকিছু ভালোই হবে।’
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর প্রতিরক্ষা ও শিল্পক্ষেত্রের ওপর একাধিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে পুতিন বলেন, ‘কমলা হ্যারিসের ইতিবাচক মনোভাব রয়েছে। যার অর্থ, তিনি হয়তো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকতে পারেন। তবে শেষ সিদ্ধান্ত জনগণের হাতেই। তারাই রায় দেবেন।’
বাইডেনের শাসনামলে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা এলেও জো বাইডেন যখন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ছিলেন,তখন তাকেই সমর্থন দিয়েছিলেন পুতিন। গত ফেব্রুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘বাইডেনকেই আবারও পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। তার দূরদর্শিতা ও রাজনৈতিক অভিজ্ঞতার জন্যই তাকে বেছে নিয়েছি। আর ক্ষমতায় থাকার সময় আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়েছেন মস্কোর ওপর।’
পুতিনের এ বক্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন,‘আমার সঙ্গে পুতিনের ভালো সম্পর্ক ছিল। কিন্তু তিনি আমাকে চান না। বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। বাইডেন তো তাকে ইউক্রেন দিয়ে দেবেন।’
চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আলোচনার শুরুর দিকে ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে একপ্রকার নিশ্চিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মাঝপথে ভোটের মাঠ থেকে তিনি সরে দাঁড়ান। এরপর ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচিত হন কমলা হ্যারিস। বিভিন্ন জরিপে দেখা গেছে, এখন তার জনপ্রিয়তা তুঙ্গে। ট্রাম্পের থেকে তিনি প্রায় সব জরিপেই এগিয়ে আছেন।
চাঁদপুর টাইমস রিপোর্ট
৭ সেপ্টেম্বর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur