চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজার সংলগ্ন তালুকদার বাড়ির সামনে মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের তালুকদার বাড়ির সামনে এ সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক আরিফ হোসেন (২৭) নাইম হোসেন (২২) ও রাফি (২১) গুরুতর আহত হয়েছে। তবে অটোচালকের নাম জানা যায়নি, তার বাড়ি উজানী বলে জানা যায়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সাচারের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে উপজেলার চাংপুর গ্রামের হারুনুর রশিদের পুত্র প্রবাসী আরিফ হোসেন, কবির হোসেনের পুত্র সেনা সদস্য নাইম হোসেন ও চাংপুর শিমুলতলী মোড়ের ব্যবসায়ী জাকির হোসেনের পুত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া রাফি মোটরসাইকেল যোগে পৃথকভাবে তালুকদার বাড়ির সামনে পৌছলে অটোরিক্সার সাইড নিতে গিয়ে অজ্ঞাত ঔষধ কোম্পানির গাড়ি চাপা দিয়ে তাদের গুরুতর আহত করে পালিয়ে যায়।
এসময় আহত নাইম, রাফি ও আরিফ গুরুতর আহত হয়। আহতদের মধ্যে নাইমের অবস্থা আশঙ্কা জনক। তাদের উদ্ধার করে সাচারে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা সেনা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur