চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পানিবন্দি মানুষের মাঝে ফরিদগঞ্জের প্রথম শ্রেণির ঠিকাদার ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের ব্যাক্তিগত উদ্যোগে বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালায়ে সর্বমোট ৬০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদান পুর্বক সংক্ষিপ্ত বক্তব্যে মামুনুর রশিদ পাঠান বলেন, বিগত সময়েও আমি নানাভাবে সহায়তা করেছি। কিন্তু আজকে এই আর্থিক সহায়তা আনুষ্ঠানিক প্রদানের উদ্দেশ্য একটাই, আমার এই আয়োজন দেখে অন্যরাও যাকে এগিয়ে আসেন।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর সঞ্চালনায় সহায়তা পুর্বক আলোচনায় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরনবী নোমান, বর্তমান সহ-সভাপতি সভাপতি মহিউদ্দিন।
উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারন সম্পাদক নারায়ন রবিদাস, সহ-অর্থ সম্পাদক রুহুল আমিন খাঁন স্বপন, তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক বারাকাত উল্যাহ পাটওয়ারী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জসীম উদ্দীন, সদস্য মামুন হোসাইন, এফ এ মানিক, মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু প্রমুখ।
প্রতিবেদক: শিমুল হাছান, ৪ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur