চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমানের একমাত্র পুত্র আব্দুল্লাহ আল মামুন এর আকষ্মিক মৃত্যু হয়েছে (ইন্নালি……..রাজিউন)।
বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন আকষ্মিক ভাবে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওইদিন বুধবার বাদ এশা জানাজা শেষে আব্দুল্লাহ আল মামুনের মরদেহ পালাখাল গ্রামের পারিাবারিক কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে পরিবার তথা সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur