Home / চাঁদপুর / চাঁদপুরের পদ্মা-মেঘনার পানি বিপৎসীমার নিচে
Chandpur-water-Board-...

চাঁদপুরের পদ্মা-মেঘনার পানি বিপৎসীমার নিচে

চাঁদপুরের বড় দুটি নদী পদ্মা ও মেঘনার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চাঁদপুর মোহনায় সর্বশেষ সকাল ৯টায় ছিল ৩.৪৭ মিটার, ৮টায় ছিল ৩.৩৩ মিটার,৭টায় ছিল ২.২১ মিটার, ৬টায় ছিল ২.২৭ মিটার, যা এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রভাহিত হচ্ছে। তবে এখন জোয়ার চলছে, তাই একটু বেড়েছে পানির পরিমাপ, তবে এটা দুপুরে ভাটার প্রভাবে আবার কমে আসবে। সর্বোচ্চ বিপৎসীমা হলো চার মিটার। সূত্র : বাসস

চাঁদপুর টাইমস
২৫ আগস্ট ২০২৪
এজি