কচুয়া উপজেলার রহিমানগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামের এক ব্যক্তির কাছ থেকে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ৩হাজার টাকা জরিমানা আদায় করা করেছেন ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
বৃহস্পতিবার ২২ আগস্ট কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় কচুয়া উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম ও কচুয়া থানার এএসআই দোলন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur