কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে আমেনা বেগম মুহুনী (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার রামচদ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম মুহুনী একই এলাকার লাহু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে ঘর থেকে বের হয়ে আমেনা বেগম উঠানে যান। এসময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাশ চন্দ্র ধর জাগো নিউজকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
স্টাফ করেসপন্ডেট, ২১ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur