অন্তর্বর্তী সরকার গঠনের দুই সপ্তাহ পরেও বিভিন্ন জায়গায় সন্ত্রাস,দখলদারি ও চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় বলা হয়েছে, বিগত সরকারের দোসর ও সুযোগসন্ধানী দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায়, প্রতিষ্ঠানে,সংবাদপত্র অফিসে হামলা, ভাঙচুরসহ অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। ওই সব ঘটনা কঠোর হস্তে দমন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।
বুধবার ২১ আগস্ট সেগুনবাগিচার বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বাম জোটের সমন্বয়ক ও বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
সভায় উপস্থিত ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স,বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ,বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা,বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির যুগ্ম সম্পাদক রুবেল সিকদার ও বিপ্লবী কমিউনিস্ট লীগের শামীম ইমাম।
সভায় গৃহীত প্রস্তাবে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত-আহতদের তালিকা প্রকাশ, হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে স্বাধীন তদন্ত কমিশন গঠন ও বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে শ্লথ গতিতে ক্ষোভ প্রকাশ করা হয়। ওই সব বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। অন্য প্রস্তাবে চালসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার ও সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সভায় পতিত শেখ হাসিনা সরকারের লুটপাট,দুর্নীতি ও দুঃশাসনে দেশের অর্থনৈতিক ব্যবস্থা চরম সংকটে নিমজ্জিত। অর্থনীতির চাকা সচল রাখতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত খেলাপি ঋণ উদ্ধার, পাচারের টাকা ফেরত আনা, অপরিকল্পিত মেগাপ্রকল্প বন্ধ এবং রাষ্ট্রীয় অপচয় রোধ করার দাবি জানান বক্তারা। একই সঙ্গে জ্বালানি খাতে দায়মুক্তি আইন বাতিল করে দুর্নীতি বন্ধ ও দুর্নীতি-লুণ্ঠনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
সভায় ষড়যন্ত্র-চক্রান্ত নস্যাৎ করে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর সংস্কার ও গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথে সংগ্রাম জারি রাখতে ছাত্র-শ্রমিক-জনতাসহ সর্বস্তরের দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
চাঁদপুর টাইমস রিপোর্ট
২১ আগস্ট ২০২৪
এজি