চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও গোহট উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির আর বেঁেচ নেই (ইন্নালি…..রাজিউন)। তিনি শনিবার রাতে স্ট্রোক জনিত কারনে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। রবিবার দুপুরে পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মুসল্লিদের উপস্থিতিতে জানাজা শেষে মরহুমের লাশ পালগিরি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মুত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম হুমায়ুন কবির পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের বড় ভাই ও বিশিষ্ট শিক্ষা নূরাগী ও ক্রীড়া সংগঠক আবু হানিফ সবুজ এর বাবা।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জীবদ্দশায় তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও একজন নীতিবান মানুষ হিসেবে মানুষের কাছে পরিচিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur