রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড এলাকায় সাবেক সচিব শাহ কামালের বাসায় অভিযান চালিযে বিদেশি মুদ্রাসহ তিন কোটি টাকার বেশি অর্থ উদ্ধার করেছে পুলিশ। সাবেক এই সচিব শাহ কামালের বাড়ী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামে। তার বাবার নাম মো. মোজাহেরুল হক।
১৬ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এক হোয়াটসঅ্যাপ বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বাসাটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিবের নাম শাহ কামালের বলে ডিএমপি সূত্রে জানা গেছে। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওই মন্ত্রণালয়ের সচিব এবং ২০১৯-২০২০ সাল পর্যন্ত জ্যেষ্ঠ সচিব হিসেবে ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে রয়েছে তিন কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ১০০ টাকা মূল্যমানের ৭৪৪টি প্রাইজবন্ড ও ১০ লাখ তিন হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৬ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur