কচুয়া উপজেলার অন্যতম ব্যবসায়ীক প্রাণকেন্দ্র সাচার বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৬ আগস্ট শুক্রবার বিকেলে পূর্বের কমিটি বিলুপ্ত করে বাজার ব্যবসায়ীদের উপস্থিতিতে বিশেষ সভায় ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এ কমিটি করা হয়।
কমিটিতে সভাপতি পদে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সজিব ভূঁইয়াকে সভাপতি ও জিয়া উদ্দিন মজুমদারকে সাধারন সম্পাদক করে নয়া এ কমিটি করা হয়। এছাড়া কমিটির সহ-সভাপতি পদে হাফেজ মো. দেলোয়ার হোসেনকে মনোনীত করা হয়।
নতুন কমিটির মাধ্যমে সাচার বাজারের পূর্বের শৃঙ্খলা, ব্যবসায়ীক বান্ধব বাজার হিসেবে ক্রেতামুখী করতে নানা উদ্যোগ নেয়ার আহবান জানান সাধারন ব্যবসায়ীরা।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur