টালিগঞ্জের মহাতারকা দেব তার সাবেক প্রেমিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ চার বছর পর কাজ করছেন। তবে তা নিয়ে তেমন মাথা ব্যাথা নেই তার বর্তমান প্রেমিকার। আর তার প্রমাণও মিললো।
কলকাতায় কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধূমকেতু’ সিনেমার মহরত অনুষ্ঠিত হলো দূর্গা পূজার পঞ্চমীর দিন। অনুষ্ঠানে দেব, শুভশ্রী তো ছিলেনই। সেই সঙ্গে ছিলেন দেবের মডেল প্রেমিকা রুক্মিনী মৈত্র।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে পশ্চিমবঙ্গের এক সাংবাদিকের পোস্ট করা ছবিতে দেখা গেল, দুপাশে শুভশ্রী ও রুক্মিনীকে নিয়ে দাড়িয়ে আছেন দেব।
কৌশিকের ‘ধূমকেতু’তে দেবের অভিনয় ও লগ্নির বিষয়টি চূড়ান্ত হওয়ার পরই নায়িকা নিয়ে কানাঘুষো শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত জানা যায় আবার পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি।
টানা ছয় সিনেমার জুটি দেব-শুভশ্রীর সম্পর্ক ভেঙে যায় চার বছর আগে। এরপর আর একসঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি তারা।
।। আপডেট ১১:৪৪ এএম ১৯ অক্টোবর, ২০১৫ সোমবার
/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur