Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
মন্দির

কচুয়ায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের আইনপুর-হাওলাকান্দি গ্রামে ৩টি মন্দিরে সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হকের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আইনপুর-হাওলাকান্দি গ্রামের সার্বজনীন মন্দির,কালিমন্দির ও রাধা কৃষ্ণ মন্দিরের নেতৃবৃন্দের সাথে এ বৈঠক ও বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। সভায় সংখ্যালঘু পরিবার ও সর্বস্তরের জনগণের জানমাল সহ সার্বিক নিরাপত্তা বিধানে প্রত্যেক দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করার প্রতিশ্রুতি প্রদান করা হয় এবং কেউ অপরাধ করলে সংশ্লিষ্ট অপরাধীকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে বলে জানান নেতৃবৃন্দ ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক। পাশাপাশি কোন ব্যক্তি, দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যক্রম করলে দল তার দায়ভার নেবেনা বলে জানান তিনি।

মন্দির কমিটির সদস্যরা জানান,বিএনপি নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন মন্দির পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা সহ আমাদের ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার আশ্বাস প্রদান করেছেন। আমরা সংখ্যালঘু পরিবার এখন শংকামুক্ত। এই ধারা অব্যাহত রাখার জন্য নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানান।

এসময় ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জুলহাস উদ্দিন জুয়েল,ইউপি সদস্য মামুনুর রশিদ,বিএনপি নেতা আনিসুর রহমান পাঠান,আইনপুর সার্বজনীন মন্দির কমিটির উপদেষ্টা ফরিদাস,রাধা রাম,কোষাধ্যক্ষ কানাই সরকার,রাধা কৃষ্ণ মন্দির কমিটির সভাপতি অদ্বৈত চন্দ্র সরকার,হরে কৃষ্ণ ও গ্রাম পুলিশ আমির হোসেন সহ বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ আগস্ট ২০২৪