সম্প্রতি চাঁদপুরের কয়েকটি প্রাইভেট হাসপাতাল,ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দুর্বৃত্তদের অতর্কিত হামলা, চাঁদা দাবীর প্রতিবাদে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগস্ট মঙ্গলবার বিকেল ৪ টায় শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এন্ড ট্রমা সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ এস এম সহিদ উল্লাহ।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে নিহত শহীদদের প্রতি শোক প্রকাশ করা হয়। একই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
সাধারণ সম্পাদক জি এম শাহীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্স বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্যে বলেন, স্বাস্থ্যসেবা মানুষের একটি মৌলিক অধিকার। এ মৌলিক চাহিদা পূরণে রাষ্ট্রের একার পক্ষে অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না। এ কারণে স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিতে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো অনবদ্য ভূমিকায় রেখে চলছে। তাই সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত এসব প্রতিষ্ঠানের উপর নগ্ন হামলা কিংবা হস্তক্ষেপ কোন ক্রমেই বরদাস করা হবে না। হামলাকারী ও চাঁদাবাজদের তাৎক্ষণিক আটকে রেখে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্যে তিনি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিকদের পরামর্শ দেন। প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সার্বক্ষণিক পাশে আছে এবং থাকবে। দুর্বৃত্তরা আমাদের দলের নাম ভাঙ্গিয়ে কোন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করলে আমাদেরকে অবহিত করবেন। বিন্দুমাত্র তাদের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, আমাদের ভুলে যাওয়ার কথা নয়, ফ্যাসিবাদের দোসরদের চাপের মুখেও রাজনৈতিক হামলায় আহতদের পাশে থেকে এই প্রতিষ্ঠানগুলো চিকিৎসা সেবা দিয়েছিল।
সর্বোপরি চাঁদপুরের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নে আপনাদের নীরলস প্রচেষ্টা অব্যাহত থাকুক এই কামনাই করছি।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর জামায়াতের আমির আল আমিন হাসপাতালের পরিচালক এডভোকেট মোঃ শাহজাহান খান।
জরুরি সভায় চাঁদপুরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও বর্তমান পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরো সুচারুভাবে এগিয়ে নেয়ার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা: মোবারক হোসেন চৌধুরী, সিনিয়র সদস্য, চাঁদপুর জেনারেল হাসপাতালের মালিক ডা: মোঃ জাহাঙ্গীর খান, সিনিয়র চিকিৎসক হানি ছিদ্দীক হাসপাতালের মালিক ডাঃ মোস্তাফিজুর রহমান, সংগঠনের সহ সভাপতি সফিকুল ইসলাম, কিশোর সিংহ রায়, চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এম ইউনুছ উল্যাহ, পরিচালক বি এম হান্নান, ফ্যামলী কেয়ার হাসপাতালের চেয়ারম্যান আবু ইউসুফ তালুকদার মানিক, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ আরিফ, নোভা এইডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ, মুন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান হেলাল, মেডিনোভা ডায়াগনস্টিকের পরিচালক সোহাগ, রীম টার্চ ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব আলম, মীক ডিজিটাল ডায়াগনস্টিকের পরিচালক বেরহান উদ্দীন, অনজন মিত্র, মেরিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জিহাদুল ইসলাম, আল আমিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আঃ শুক্কুর মাস্তান, ভেলভিউ হাসপাতালের পরিচালক রনি, মুন হাসপাতালের পরিচালক বাবুল মোল্লা প্রমুখ৷
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৩ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur