Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় কাজে ফিরেছে পুলিশ, জনমনে স্বস্তি
পুলিশ

কচুয়ায় কাজে ফিরেছে পুলিশ, জনমনে স্বস্তি

ছাত্র-জনতার গণআভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর পুলিশি কার্যক্রম বিরত থাকার পর কাজে ফিরেছে কচুয়া থানার পুলিশ বাহিনীর সদস্যগন। ১২ আগস্ট সোমবার সকালে কচুয়া থানায় কর্মরত বাংলাদেশ পুলিশ কচুয়া থানার সকল সদস্যগন কর্মস্থলে ফিরে স্বাভাবিক কার্যক্রম করতে দেখা গেছে। ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ এর দিন দিন বিকেলে একদল বিক্ষুদ্ধ জনতা থানায় প্রবেশ করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। এ সময় বিক্ষুদ্ধ জনতার হামলায় এসআই মামুনুর রশিদ সরকার নামে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়।

এ ঘটনার পর থেকে পুলিশ বাহিনীর সদস্যগন কাজ থেকে বিরত থেকে। ১০ আগষ্ট কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে সেনাক্যাম্প স্থাপন করা হয়।

এ সময় সেনাবাহিনীর সদস্যগন কচুয়া থানার সুরক্ষা নিশ্চিত করতে পাহারা দেয়। ভাংচুর লুটপাট ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা এড়াতে টহল প্রদান করে। তাছাড়া বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্কাউট সদস্যগনও থানার প্রধান ফটকে পাহারা দেয়।

কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, কচুয়া থানার সকল সদস্যগন কাজে ফিরেছে ফলে থানার স্বাভাবিক কার্যক্রম চলছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ আগস্ট ২০২৪