সৌদি আরবের সড়কে দুর্ঘটানায় চাঁদপুরের হাজীগঞ্জের মো. শামছুদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
মো. শামছুদ্দিন হাজীগঞ্জ পৌরসভাধীন ৩ নম্বর ওয়ার্ড ধেররা গ্রামের খাঁন বাড়ির মৃত মোখলেছুর রহমান খাঁনের ছেলে। এলাকায় শামছু খাঁন নামে পরিচিতি ছিলেন তিনি।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শামছু খাঁন দীঘদিন ধরে সৌদি থাকেন। সেখানে গত রবিবার বিকালে কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
শামছুদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাসীন ফারুক বাদল বলেন, শামছু খানের মা, দুই স্ত্রী ও প্রথম স্ত্রীর দুই মেয়ে সন্তান রয়েছে। আজ সকালে তার প্রথম স্ত্রীর মাধ্যমে মৃতের বিষয়টি জানতে পেরেছি। তবে সৌদি আরবে কোন শহরে আছে, তারা তা জানাতে পারেনি।
তিনি বলেন, শামছু খাঁনের মরদেহ দেশে আনার ব্যাপারে সরকারের প্রতি আকুতি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্টাফ করেসপন্ডেট, ১২ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur