Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে সেনাবাহিনীর নির্দেশনায় আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময়
সেনাবাহিনীর

মতলব উত্তরে সেনাবাহিনীর নির্দেশনায় আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময়

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে, বাংলাদেশ সেনাবাহিনীর নির্দেশনায় দেশের চলমান পরিস্থিতি উপর ভিত্তি করে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মতলব উত্তর উপজেলা সম্মেলন কক্ষে সর্বদলীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ছাত্র -জনতা, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, স্পেন সরকারের সাবেক অনারারী কনসুলার, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ও মূদ্রা বিশেষজ্ঞ আলহাজ্ব মুহাম্মদ ড. জালালউদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর মতলব উত্তরে দায়িত্বে নিয়োজিত ক্যাপ্টেন আশিকুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, বর্তমান সভাপতি নুরুল হক জিতু,জামাতে ইসলামী আন্দোলনের আমির মাওলানা আবুল বাসার, জামাতে ইসলামীর মেহেদী হাসান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর যুব দলের আহবায়ক রাশেদুজ্জামান টিপু, ছাত্র জনতার পক্ষে নুরুল হুদা ফয়েজী, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, বাগান বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন, একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মুন্না, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস, মতলব উত্তর উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন প্রমূখ। এছাড়া আরও অন্যান্য উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ছাত্র জনতা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, ৯ আগস্ট ২০২৪