চাঁদপুরে উদ্বোধন হলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক বিউটি পার্লার “রাত্রি’স মেকওভার এন্ড হেয়ার কেয়ার। বুধবার বিকেলে চাঁদপুর হাসান আলী বিদ্যালয়ের সামনে এই পার্লারটির উদ্বোধন করা হয়।
মিলাদ, দোয়া ও কেক কেটে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মারিয়া ইসলাম রাত্রি। নারী কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এবং নারী সাজের নতুন কিছু উপহার দিতে মেকআপ কাজে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অত্যান্ত দক্ষতা সম্পন্ন বিউটিশিয়ান দ্বারা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করায় অনেক আনন্দিত শিশু থেকে সব বয়সী নারীরা।
প্রতিষ্ঠানটিতে ফেসিয়াল, হায়ড্রা ফেসিয়াল, ফেয়ার পলিশ, মেনিকিউর, পেডিকিউর, হেয়ার কাট, কালার, রিবন্ডিং, পার্টি, গায়ে হলুদ, বিবাহ, বৌভাতসহ সকল ধরনের মেকআপের সুবিধা রয়েছে এখানে।
উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এবং বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর স্বপ্নদ্রষ্টা আশিক খানসহ বিভিন্ন নারী উদ্যোক্তাগন।
নিজস্ব প্রতিবেদক, ১ আগস্ট ২০২৪