‘কষ্টের টাকায় স্বপ্নের বাজার’ এই স্লোগানে কুমিল্লা নগরীর রানীর বাজার এলাকার জজের বাড়ির সামনে অগ্রনী ব্যাংকের নিচ তলায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্ন সুপার শপের ৫০২ তম শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে প্রধান মেহমান হিসেবে ফিতা কেটে ও দোয়া মুনাজাতের মাধ্যমে স্বপ্ন সুপার শপের শুভ উদ্বোধন করেন, নাগাইশ দরবার শরীফের পীর হযরত মাওলানা মোস্তাক ফয়েজী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গমাতা কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি লায়ন শেখ মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রধান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. শাহ আলম খান, স্বপ্ন সুপার শপের পরিচালক মো. আকতার হোসেন সোহেল ভূঁইয়াসহ আরো অনেকে।
স্বপ্ন সুপার শপের স্বত্তাধিকারী নুসরাত ইয়াসমিন দীপা বলেন, হাতের নাগালে উন্নত গ্রাহক সেবার জন্য এসিআই কোম্পানি লিমিটেড এর অন্যতম প্রতিষ্ঠান স্বপ্ন সুপার শপের সেবা গ্রহন করুন। গ্রাহকদের উন্নত ও আকর্ষনীয় সেবা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ৩১ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur