সারা দেশের ন্যয় চাঁদপুরেও চলমান কারফিউ পর্যায়ক্রমে শিথিল করা হচ্ছে। আগামীকাল রোববার (২৮ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল থাকবে।
শনিবার (২৭ জুলাই) রাতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত জেলা প্রশাসনের পক্ষে চাঁদপুরে ১৫ ঘণ্টা কারফিউ শিথিলের কথা জানান।
তিনি বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্তের আলোকে প্রতিদিন ১ ঘণ্টা করে কারিফউ শিথিল বাড়ছে। কারফিউর নির্ধারিত সময় শেষ হলে ঘোষিত আইন কার্যকর হবে।
কারফিউর স্বাভাবিক সময়ে চাঁদপুর সব ধরণের যানবাহন চলাচল শুরু হয়েছে। বিশেষ করে শহর অঞ্চলে আগের মতো যানবাহন চলাচল স্বাভাবিক। জেলার বাইরে থেকেও আসছে পণ্যবাহী পরিবহন। এসব যানবাহন ও জনসাধারণের সার্বিক নিরাপত্তায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
অপরদিকে যাত্রীদের সুবিধার্থে চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌ-পথে পূর্বে নির্ধারিত সময়ে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
স্টাফ করেসপন্ডেট,২৮ জুলাই ২০২৪