চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী বাগে জান্নাত নূরানী হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ১২ জুলাই রাত ৮ টায় মাদ্রাসা মিলনায়তনে বাগে জান্নাত নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম মাওলানা আব্দুল মান্নান প্রধানীয়ার সভাপতিত্বে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটিতে যারা রয়েছেন তারা হলেন- সভাপতি ইমরান খাঁন (প্রবাসী), সহ- সভাপতি খোকন মির্জা,জুয়েল খান,দুদু মিয়া প্রধান, খোরশেদ আলম, সেক্রেটারি (সাধারণ সম্পাদক) আবু বকর তাকুকদার,সহ সেক্রেটারি জসিম প্রধান, কবির হোসেন বেপারী,লিটন খান,হেলাল তালুকদার,কোষাদক্ষ আব্দুল মান্নান প্রধান।সন্মানিত সদস্য মোঃ ইলিয়াস খান,শওকত তালুকদার, রাসেল প্রধান, ইয়াসিন মির্জা,মনির হোসেন পাটোয়ারী, মজিবুর রহমান, ইয়াসিন তালুকদার, আবু বকর মিজী,বেলাল হোসাইন, পাভেল প্রধান,সারোয়ার প্রধান,ফারক প্রধান, জামাল পাটোয়ারী, মুক্তার মিজী,সুমন মাস্টার,লিটন মিজী,রফিকুল ইসলাম, শিপন হাওলাদার, আব্দুল বারেক গাজী,আলফু বকাউল।
শুক্রবার রাতে আনুষ্ঠানিক ভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিউর রহমান বাদল মাস্টার।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক, ১৩ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur