কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আমলী আদালত-১ এ আত্মসমর্পন করতে গিয়ে জেল হাজতে গেলেন কচুয়া উপজেলার ৭নং সদর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন লিটন। গত মঙ্গলবার কুমিল্লা বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করে তিনি জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
জানা গেছে, কচুয়া উপজেলার আন্দিরপাড় গ্রামের অধিবাসী ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন কচুয়ায় রাজনীতির আড়ালে মাদকসেবক ও বেচা-কেনার সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩০ বোতল ফেনসিডিল ও ১০ বোতল স্কাপ সিরাপের মামলা রয়েছে। যার মামলা নং-১৩(৬)২৩। ধারা ২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনিক ১৪(গ)/৪১/৩৮। জিআর ৬০৮/২৩।
কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আমলী আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে তিনি ওই মামলায় কুমিল্লায় জেল হাজতে রয়েছেন।
স্টাফ রিপোর্টার, ১২ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur