দেলদুয়ারে স্বামীর উপস্থিতিতেই থানার ভেতরে বিয়ের পিঁড়িতে বসলেন ইয়াসমিন নামে এক কলেজ ছাত্রী। এনিয়ে উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
বৃহস্পতিবার দেলদুয়ার থানায় পুলিশের সহযোগিতায় এই বিয়ের অনুষ্ঠান হয়েছে। বিয়ের দেনমোহর ঠিক করা হয় ৫ লক্ষ টাকা। এ সময় তার স্বামী জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের টুকচাঁনপুর গ্রামের জাহাঙ্গীরের মেয়ে ইয়াসমিনের দেড় মাস পূর্বে বিয়ে হয় পাশের চরপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে জহিরুল ইসলামের সঙ্গে। এর আগে মির্জাপুর উপজেলার নামদারপুর গ্রামের দুলাল খানের ছেলে রাজিবের সঙ্গে ইয়াসমিনের বিয়ে ঠিক হয়েছিল। সেই সুবাদে ইয়াসমিনের সঙ্গে রাজিবের মোবাইল ফোনে যোগাযোগ ছিল। এর মধ্যে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজিব তার সঙ্গী ছানোয়ার ও রাসেলকে নিয়ে সিএনজিযোগে চরপাড়া বাজারে যায়। সেখান থেকে ইয়াসমিনকে নিয়ে আসার সময় বাজারের লোকজন তাদের আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ প্রশাসন দেন-দরবার শেষে থানায় স্বামীর উপস্থিতিতে প্রেমিকের সঙ্গেই বিয়ে রেজিস্ট্রি করেন।
চাঁদপুর টাইমিস নিউজ ডেস্ক: ।। আপডেট ০৮:২২ পিএম, ১৭ অক্টোবর, ২০১৫ শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur