বিনোদন প্রতিবেদক :
দেখুন তো! বলতে পারেন কিনা ছবির মেয়েটিকে। কি বলতে পারছেন নাতো? সে আর কেউ না বাংলাদেশের ছোটপর্দার খুব পরিচিত মুখ সাদিয়া জাহান প্রভা। কি অবাক হলেন তো! হওয়াটাই স্বাভাবিক কেননা এদের সাধারণত আমরা চাকচিক্যময় পর্দার ভেতর থেকেই দেখে অভ্যস্ত। ভারী মেক-আপের প্রভা আর শৈশবের সরল প্রভার বিস্তর পার্থক্য। চলুন তবে দেখে নেয়া যাক প্রভার শৈশব থেকে বেড়ে ওঠার কিছু অদেখা ছবি।

ছোটবেলার খেলার সাথীর সাথে আজকের অভিনেত্রী প্রভা।
১৯৮৮ সালে ব্যবসায়ী মজিবর রহমান এবং গীতিনাট্য অভিনেত্রী কল্পনা বেগমের ছোট সংসার আলো করে জন্ম নেয়া কন্যা সন্তানটি আর কেউ নন প্রভা।
মোহাম্মদপুর গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন এবং প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। প্রভা বর্তমানে ফ্যাশন ডিজাইন এর উপর পড়ালেখা করছেন। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ করেছেন।
মাত্র সতেরো বছর বয়সে ২০০৫ সালে এই অভিনেত্রী একটি সাবানের বিজ্ঞাপনের মাধ্যমে সাবার নজর কাড়তে সক্ষম হন। তারপর আর বসে থাকতে হয়নি এই তারকাকে সাবলীল অভিনয় শৈলী দিয়ে মিডিয়ায় নিজের একটি আলাদা স্থান তৈরি করে নেন প্রভা।
ছবিগুলো দেখুন






ছবিসূত্র- একটি ব্লগ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur