চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ জুলাই) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
সভার শুরুতে মৃত প্রেসক্লাব সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সভায় আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা হয়। এছাড়া সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন ও এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস ও আল ইমরান শোভন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ আলম ও এমএ লতিফ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম ও কাদের পলাশ, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুনাওয়ার কানন, নির্বাহী সদস্য মুনির চৌধুরী, ওমর পাটওয়ারী, আলম পলাশ, ফারুক আহম্মদ ও নেয়ামত হোসেন।
স্টাফ রিপোর্টার, ৬ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur