ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুরের শিক্ষার্থীদের সংগঠন ‘ডাকাতিয়া’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিঠু চন্দ্র শীল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল হোসেন রিয়াজ।
৪ জুলাই শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডাকাতিয়ার উপদেষ্টাদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি চাঁদপুর সদর উপজেলার মিঠু চন্দ্র শীল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ ডিপার্টমেন্টের মাষ্টার্স ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সাধারণ সম্পাদক হাজীগঞ্জ উপজেলার রাসেল হোসেন রিয়াজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ সেশনের উর্দু বিভাগের শিক্ষার্থী।
নবনির্বাচিত সভাপতি মিঠু চন্দ্র শীল বলেন, সংগঠনকে আরো গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে আমরা সকলের সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করে যাবো। ডাকাতিয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের প্রিয় ঠিকানা।
সাধারণ সম্পাদক রাসেল বলেন, চাঁদপুরের শিক্ষার্থীদের পাশে ডাকাতিয়া সবসময় তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে। এছাড়াও সংগঠনকে গতিশীল করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।
মুজাহিদুল ইসলাম, ৫ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur