চাঁদপুরের কচুয়া উপজেলার হরিপুর গ্রামের অধিবাসী, যুবদল নেতা ও মালয়েশিয়া প্রবাসী মো. আলী শরীফের বাবা বিশিষ্ট সমাজসেবক মোঃ শাখাওয়াত হোসেন মঙ্গলবার ৩টার দিকে নিজ বাড়িতে অসুস্থজনিত কারনে মৃত্যুবরন করেছেন (ইন্না-লিল্লাহি…….রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুাকালে তিনি স্ত্রী, ৩ছেলে ১ মেয়েসহ আত্নীয় স্বজনও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওইদিন বাদ এশা জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন কবির প্রধান ও সাধারন সম্পাদক মকবুল হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদারসহ দলীয় নেতাকর্মীরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur