চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে ৪জন প্রার্থীরা বিপরীতে ম্যানেজিং কমিটির নির্বাচনে ৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোয়নপত্র সংগ্রহের শেষ দিনে মঙ্গলবার পর্যন্ত ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নজরুল ইসলামের হাত থেকে পৃথকভাবে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হচ্ছেন, মো: গিয়াস উদ্দিন মোল্লা, মো: আমান উল্লাহ ভূঁইয়া, মো: সফিকুর রহমান মোল্লা, আব্দুল মান্নান সর্দার ও নাসির উদ্দিন প্রধান।
এছাড়া দাতা সদস্য পদে অ্যাডভোকেট আলহাজ¦ আব্দুল মালেক তালুকদার ও সংরক্ষিত অভিভাবক সদস্য পদে ইউপি সদস্য মোরশেদা বেগম ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে নাজমা আক্তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ৩০ জুন থেকে আজ ২জুলাই পর্যন্ত তফসীল অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ৩ জুলাই মনোনয়নপত্র বাছাই ও ৬জুলাই প্রত্যাহার এবং ১৮ জুলাই ৪শ ৫৪ জন ভোটারের ভোট প্রয়োগের মাধ্যমে ওই বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur