চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার ভূঁইয়া বাড়িতে কোহিনুর হত্যার ঘটনায় হওয়া মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩০ জুন) বিকেলে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলো নাজমা আক্তার নয়ন ও মো. রফিক।
হত্যা মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২২ আগস্ট রাত ৮টায় কোহিনুর বেগম আসামিদের কাছ থেকে পাওনা টাকা চাইতে গেলে তারা তাকে ধারালো বঁটি দিয়ে মাথায় কোপ দিয়ে হত্যা করে। মামলায় ১৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রঞ্জিত রায় চৌধুরী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের এ রায়ে কোহিনুরের পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছেন।
স্টাফ করেসপন্ডেট, ৩০ জুন ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur