Home / চাঁদপুর / চাঁদপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সভা ও প্রশিক্ষণ কর্মশালা
উদীচী

চাঁদপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সভা ও প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাংগঠনিক সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর সাহিত্য একাডেমী মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‌

অনুষ্ঠানের প্রথম পর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সভাপতি মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক কৃষ্ণা সাহা।

সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাস, উদীচী চাঁদপুর জেলার সহ-সভাপতি মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সম্পাদক মণ্ডলীর সদস্য জাফর আহমেদ, হাজীগঞ্জ উপজেলা সংসদের সভাপতি যুগল কৃষ্ণ হালদার, সাধারন সম্পাদক সানাউল্লাহ পাটোয়ারী সোহেল।

দ্বিতীয় পর্বে সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালায় ‘সংগঠন, নেতৃত্ব ও বিকাশ’ নিয়ে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, ‘আন্দোলন সংগ্রাম ও উদীচীর ভুমিকা’ নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আরিফ নূর। সর্বশেষ সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন সংগঠনের চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজি।
কর্মশালায় সংগঠনটির চাঁদপুর জেলা শাখা, উপজেলা শাখা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। সকাল দশটায় শুরু হওয়া এই কর্মশালা চলে বিকেল ৫ টা পর্যন্ত।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৯ জুন ২০২৪