কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আমান উল্লাহ আমান। বুধবার (২৬ জুন) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা উপ রেজিষ্ট্রার (প্রশাসন) মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। মাদ্রাসার অধ্যক্ষ ইশতিয়াক আহমাদ বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া ওই মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এবিএম ছাদেক উল্লাহ, দাতা সদস্য আব্দুল ওয়াদুদ মজুমদার, অভিভাবক সদস্য বিল্লাল হোসেন, মনির বকাউল, হেমায়েত হোসেন মজুমদার, হাসান সর্দার, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য তাজকারা আক্তার, শিক্ষক প্রতিনিধি শাহিনুর আলম, মোহাম্মদ উল্যাহ ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে রাবেয়া আক্তার এর নাম অনুমোদন দেয়া হয়েছে। এদিকে কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানূরাগী শিল্পবতি ও পুরান ঢাকা আমান প্লাস্টিক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. আমান উল্লাহ আমান গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৬ জুন ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur