Home / আন্তর্জাতিক / ফিলিস্তিনে ইউসুফ নবীর মাজারে আগুন : উত্তেজনা
ফিলিস্তিনে ইউসুফ নবীর মাজারে আগুন : উত্তেজনা

ফিলিস্তিনে ইউসুফ নবীর মাজারে আগুন : উত্তেজনা

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইউসুফ নবীর মাজারে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। নাবলুস শহরে অবস্থিত ওই মাজারে বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা আগুন দিয়েছে বলে দাবি করেছে পশ্চিমা গণমাধ্যম। মাজারটি ইহুদি ধর্মালম্বীদের কাছে পবিত্র স্থান বলে বিবেচিত হতো।

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া গত কয়েকদিনের উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটলো। এ ঘটনায় ইসরায়েলিরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আগুনে ঐতিহাসিক মাজারটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার সংগঠিত এ ঘটনার কিছুক্ষণ আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ইসরায়েলিদের ওপর ‘হামলা’ বন্ধ করার জন্য ফিলিস্তিনি নেতাদের আহ্বান জানান।

এদিকে, ইহুদিদের পবিত্র স্থানটিতে আগুন দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ঐতিহাসিক স্থাপনাটির ক্ষতিগ্রস্ত অংশটিকে অচিরেই সংস্কার করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইন্টারনেট।

আন্তর্জাতিকে ডেস্ক | আপডেট: ০৮:৪৫ পিএম, ১৬ অক্টোবর ২০১৫, শুক্রবার

এমআরআর