কচুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাহবুব আলমকে গনসংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে নোয়াদ্দা-তেতৈয়া গ্রামবাসীর উদ্যোগে নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক মো. শহীদ উল্যাহর সভাপতিত্বে ও সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শাহ আলম মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন মজুমদার, অধ্যক্ষ আলাউদ্দিন, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, কোমরকাশা দাখিল মাদ্রাসার সহ-সুপার বোরহান উদ্দিনসহ আরো অনেকে।
এসময় আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল, মো. নজরুল ইসলমা, যুবলীগ নেতা আবু জাফর মজুমদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মান্নান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রত্যাশী জোবায়ের হোসেন জয়সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৯ জুন ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur