চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মকবুল হোসেন পাটোয়ারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। (১৪ জুন) শুক্রবার সন্ধ্যায় বলশিদ এলাকাবাসীর আয়োজনে বলশিদ বাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্লোরা কার্পেট বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু ইউসুফ (রুপন) পাটোয়ারী।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (ডিজিএম) গাজী আহসান উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফরিদ আহমেদ মজুমদার,হোসেনপুর গাউছিয়া হাশেমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম,
আহাম্মদনগর আব্দুল আজিজ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শফিউল আযম স্বপন, সমাজসেবক মোঃ মমতাজ উদ্দিন ভূঁইয়া, সোনালী ব্যাংক লিমিটেডের এজিএম মোঃ নুরুজ্জামান, টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ উল্লাহ মিয়াজী,পার্ল হোল্ডিংস লিমিটেডের পরিচালক মোঃ জামাল হোসেন পাটোয়ারী, হাজীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফখরুল ইসলাম প্রধানীয়া। এ সময় বক্তব্য রাখেন হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলী, যুবলীগ নেতা মোঃ শেখ ফরিদ, সমাজসেবক আনিসুর রহমান খোকন, নুরুল আলম,গাজী মফিজুর রহমান, আহসান হাবীব, সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দিন কাশেমী, বলশিদ হাজী আকুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ, পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকবুল আহমেদ, আবুল খায়ের, মাহবুব আলমসহ এলাকার ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির ব্যাপক আলোচনা সভা শেষে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন পাটোয়ারীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানান প্রধান অতিথি আবু ইউসুফ রুপন পাটোয়ারীসহ বলশিদবাসী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ১৫ জুন ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur