কুমিল্লায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। শনিবার সকাল সোয়া ৮টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার।
তিনি জানান, লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান।
ওসি মো. ইকবাল বাহার জানান, চট্টগ্রামমুখী লিচুবাহী ট্রাকটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও লিচুবাহী ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়। এই ঘটনায় ট্রাকের ভেতরে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নিহত দুজন ট্রাকচালক ও চালকের সহযোগী।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৫ জুন ২০২৪
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur