চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে আপন ভাই বোনের করুণ মৃত্যুর খবর পাওয়া যায়। ১৪ জুন শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কাপাইকাপ গ্রামের কামাল হোসেনের ছেলে ওমর ফারুক (৬), মেয়ে ফাইজা আক্তার (৮) পুকুরে পানিতে গোসল করতে গিয়ে এ মৃত্যু হয়।
তাদের জেটা মরির হোসেন পানি থেকে উঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মূলত ছোট ভাই ওমর ফারুক সাতার জানে না, সে পানিতে পড়ে ছটপট করতে দেখে সাতার জানা বড় বোন ফাইজা পানি থেকে উঠাতে গিয়ে সেও নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যুর কোলে ঢেলে পড়ে।
এ দুই ভাই বোনের মৃত্যুর খবর শুনে তাদের পরিবারে শোকের মাতম দেখা যায়। সেই সাথে গ্রামের মানুষ এক নজর দেখতে এসে সেখানকার বাতাস যেন শোকে পরিনত হতে দেখা যায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং ময়নাতদন্ত না করে অপমৃত্যুর অভিযোগ দায়ের করেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১৪ জুন ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur