Home / চাঁদপুর / চাঁদপুর পুরানবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ,  নিহত ১
পুরানবাজারে

চাঁদপুর পুরানবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ,  নিহত ১

চাঁদপুর শহরের পুরানবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আল আমিন খান (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। এতে আরো প্রায় ২০ জন আহত হয়েছে।

১১ জুন বুধবার রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পুরানবাজার মেরকাটিস রোড ও নিতাইগঞ্জ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত আল আমিন খান স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খান ডেঙ্গুর পুত্র। আলামিন খানের দুই সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন পূর্বে পুরানবাজার মেরকাটিজ রোডের রনি নামে একটি কিশোরের সাথে নিতাইগঞ্জ রোডের জুয়েল নামের এক কিশোরের হাতাহাতির ঘটনা ঘটে।

মূলত এই ঘটনাটা কেন্দ্র করে ১১ জুন বুধবার সন্ধ্যায় নিতাইগঞ্জ রোডে যুবকদের সাথে মারকাজ রোড এলাকার যুবকদের সংঘর্ষ সৃষ্টি হয় ।

সন্ধ্যা সাতটা থেকেই সংঘর্ষ রাত সাড়ে দশটা পর্যন্ত চলে ।এতে দুই পক্ষ একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ এবং ককটেট বিস্ফোরণ ঘটায়।

প্রথমদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরানবাজার ফাড়ি পুলিশ ব্যাপক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

পরবর্তীতে চাঁদপুর সদর সার্কেল ইয়াসিন আরাফাতের নেতৃত্বে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।

এই ঘটনায় বর্তমানে পুরানবাজারের ব্যাপক থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এলাকাবাসী জানায় , যে কোন মুহূর্তে এই নিহতের ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ রূপ নিতে পারে।

প্রতিবেদক: আশিক বিন রহিম,১২ জুন ২০২৪