চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরপাথালিয়া এলাকার নুসরাত আক্তার (৯) ও মিথিলা আক্তার (৯) নামের দুই স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। ১০ জুন ( সোমবার) বিকেলে পাঁচটার দিকে ওই গ্রামের দেওয়ান বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে ।
নুসরাত আক্তার ওই বাড়ীর দুলাল দেওয়ানের কণ্যা এবং মিথিলা আক্তার রিপন দেওয়ানের কণ্যা।সম্পর্কে তারা চাচাতো জেঠাতো বোন। উভয়ই স্থানীয় চরনীলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও ওই স্কুলের ২জন শিক্ষক বলেন, সোমবার স্কুল ছুটির পর ওই দুই শিক্ষার্থী তাদের বাড়ি চলে যায়। পরে দু’জনেই পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
বাড়ির লোকজন তাদেরকে একই সাথে হাতে হাত ধরা অবস্থায় উদ্ধার করে মতলব উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
খবর শুনে হাসপাতালে ছুটে আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার বকুলসহ অন্যান্য শিক্ষকগন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও আপনজনদের কান্না- আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১১ জুন ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur