কচুয়া উপজেলার মনপুরা গ্রামে অসুস্থ নানিকে মায়ের সাথে দেখতে এসে রবিবার বিকেলে পানিতে ডুবে আড়াই বছরের মুসাইদ নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। নিহত মুসাইদ একই উপজেলার উত্তর পালাখাল গ্রামের কবির হোসেন সিকদারের পুত্র।
কবির হোসেন জানান, তার শাশুরির অসুস্থতার খবর পেয়ে শিশু পুত্রকে সাথে নিয়ে তার স্ত্রী মনপুরা শশুর বাড়িতে যায়। এসময় অসাবধানবসত শিশুটি গোয়াল ঘরের পানি খাওয়ার পাত্রে পড়ে মারা যায়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ জুন ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur